E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গুম-খুন-দুর্নীতি আওয়ামী লীগ সরকারের রাজনীতি’

২০২৩ মে ২৯ ১৩:৫৬:৪০
‘গুম-খুন-দুর্নীতি আওয়ামী লীগ সরকারের রাজনীতি’

স্টাফ রিপোর্টার : গুম, খুন আর দুর্নীতি হচ্ছে আওয়ামী লীগ সরকারের রাজনীতি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, শেয়ার বাজারের টাকা কোথায় গেলো? সব টাকা পাচার হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, একটি অবৈধ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করা, একটি সুষ্ঠু নির্বাচনের সংগ্রামে আমরা মাঠে নেমেছি। আশা করি অচিরেই এ সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার প্রণয়ণ করবে, যে সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

রবিবার (২৮ মে বিকেলে) চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবি বাস্তবায়নে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুলু বলেন, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই, আছে একদলীয় সরকার। এ সরকার ক্ষমতায় এসে গত ১৪ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে। সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে হবে। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ জনগণের নাগালের বাইরে চলে গেছে। আওয়ামী সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। সবকিছু আজ সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

তিনি বলেন,গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সার ও ডিজেল, কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণ আর এ সরকারকে চায় না। সরকারের সময় শেষ হয়ে এসেছে। এখন জোরপূর্বক ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। চট্টগ্রাম মহানগর বিএনপির একাংশের পদযাত্রা কর্মসূচিতে লাখো জনতা রাজপথে নেমে এসেছে। এ জনজোয়ারে শেখ হাসিনা সরকারের মসনদ ভেসে যাবে। দেশের জনগনের চোখে প্রতিবাদের ভাষা ও হৃদয়ে আপনাদের দুঃশাসনের ক্ষত নিয়ে রাজপথে নেমেছে। বিএনপির সব শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান ও আওয়ামী আইন শৃংখলাবাহিনীর সদস্যরা নির্যাতন ও আটক করছে। যতই মামলা, হামলা ও নিপীড়ন, নির্যাতন, আটক করা হোক- বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আর পিছু হাটবে না। সময় থাকতে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অবিলম্বে অবৈধ ক্ষমতা থেকে পদত্যাগ করুন।

ইয়াছিন চৌধুরী লিটন ও কামরুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমুদ্দিন, আবুল হাসেম বক্কর, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এতে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বিএনপির এ পদযাত্রা শাহ আমানত সংযোগ সড়ক হাইওয়ে এক্সেস রোড থেকে শুরু হয়ে ফুলকলি, রাহাত্তার পুল, এক কিলোমিটার, চান্দগাঁও থানা হয়ে বহদ্দারহাটে গিয়ে শেষ হয়।

(ওএস/এএস/মে ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test