E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মঙ্গলবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

২০১৪ অক্টোবর ২৭ ১৫:১২:০৪
মঙ্গলবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

নিউজ ডেস্ক : ২০০৬ সালের ২৮ অক্টোবরের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে ডা. শফিক বলেন, ২৮ অক্টোবর ইতিহাসের এক কালো দিবস। ২০০৬ সালে ২৮ অক্টোবর আ’লীগের সশস্ত্র সন্ত্রাসীরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ জন নেতা-কর্মীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। আহত করেছিল কয়েক হাজার নেতা-কর্মীকে। সেদিন তারা (১৪ দল) সমাবেশের মঞ্চে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর রহমতে তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়।

তিনি বলেন, সেদিন ১৪ দলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা নিহতদের লাশের উপর দাঁড়িয়ে উল্লাস নৃত্য করেছিল। যা বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তাদের এই নৃশংসতা ও পৈশাচিকতা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ডা. শফিকুর রহমান বলেন, হত্যাকারীদের বিচারের লক্ষ্যে মামলা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ঘাতকদের রক্ষা করার জন্য সেই মামলা তুলে নিয়েছে। এ সরকার মামলা তুলে নিয়ে প্রমাণ করেছে তারা ২৮ অক্টোবরের গণহত্যার সাথে সম্পৃক্ত। কোন খুনীর অধিকার নেই মামলা প্রত্যাহার করে নেয়ার। দেশের জনগণ ২৮ অক্টোবর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এবং গণহত্যার দায়ে অভিযুক্ত খুনীদের বিচার করবে ইনশাআল্লাহ।


(ওএস/এটিআর/অক্টোবর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test