E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারে কিছু ভালো লোক আছে

২০১৪ অক্টোবর ২৭ ১৭:৫০:৩৮
সরকারে কিছু ভালো লোক আছে

স্টাফ রিপোর্টার : সরকারে কিছু ভালো লোক আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক স্মরণ সভায় তিনি একথা বলেন। প্রয়াত অধ্যাপক পিয়াস করিম স্মরণে এ সভার আয়োজন করে অল কমিউনিটি ফোরম।

জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, সিমন বলিভা মধ্যরাতের অভিযান চালিয়ে দেশের পর দেশ মুক্ত করেছেন। যে কারণে তাকে মধ্যরাতের অশ্বারোহী বলা হয়। পিয়াস করিমও বাংলাদেশের মধ্যরাতের অশ্বাররোহী। রাত জেগে গণতন্ত্রের, গণমানুষের কথা বলেছেন। তাকে অপমান করা হয়েছে। তাকে ও তার বাবাকে রাজাকার বলা হয়েছে।

তিনি বলেন, পিয়াস করিম ও তার বাবা দুজনই ছিলেন মুক্তিযোদ্ধা। পিয়াস করিম ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধের পক্ষে লিফলেট বিতরণ করার দায়ে গ্রেফতার হয়েছিলেন। এমন সত্য কথা বলার জন্য আইনমন্ত্রী আনিসুল হককে ধন্যবাদ জানাই। আমি মনে করি, সরকারের মাঝেও কিছু ভালো লোক আছে। একে খন্দকারকে আর মুক্তিযোদ্ধা বলা যায় না সেক্টরস কমান্ডার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি কেএম সফিউল্লাহর এমন বক্তব্যের সমালোচনা করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাই সেদিন যুদ্ধে গেছেন মরার সংকল্প নিয়ে। কেউ বাঁচবে এমন নিশ্চয়তা নিয়ে যায়নি। আজকে আমরা তাদের বড়-ছোট করার ক্ষমতা রাখি না।

তিনি আরো বলেন, শফিউল্লাহ সাহেব তার ছেলেকে বিয়ে দিয়েছেন একজন রাজাকারের মেয়ের সঙ্গে। অন্যের ঘটনা টেনে নিজের কাপড় চোপড় নষ্ট করবেন না। অল কমিউনিটি ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহানগর কমিটির সদস্য রবিউল ইসলাম, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কবিরুল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী ভূইয়া প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ২৭,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test