E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি নির্বাচনের কথা বলে কিন্তু রাজাকারকে সাথে নিয়ে একটি অস্বাভাবিক সরকার গড়ে তোলার পায়তারা করে’

২০২৩ জুন ২১ ১৫:৫৬:১৩
‘বিএনপি নির্বাচনের কথা বলে কিন্তু রাজাকারকে সাথে নিয়ে একটি অস্বাভাবিক সরকার গড়ে তোলার পায়তারা করে’

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচন দরজায় কড়া নাড়তে শুরু করেছে। নির্বাচনকে নিয়ে দেশী-বিদেশী অনেক মহল অনেক রকম পরিকল্পনা পায়তারা করছেন। বিএনপিও সাড়ে ১৪ বছর ধরে শেখ হাসিনার সরকারকে উৎক্ষাত করতে ব্যর্থ হয়ে আবার নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে একটা সরকার অদল-বদলের পরিকল্পনা করার চেষ্টা করছে।

ইনু আরো বলেন, কিছু উপ নির্বাচনে ও স্থানীয় নির্বাচনে জনগণ সুন্দরভাবে ভোট প্রদান করেছেন। ভোট কে বর্জন করল আর কে নির্বাচন করল সেটা নিয়ে জগণের কোন মাথা ব্যাথা নেই। যত মাথাব্যথা বিএনপি ও জামায়াতের। জাসদ সভাপতি আরো বলেন, এমেরিকা যেমন গণতন্ত্রের কথা বলে সেন্টমার্টিন দখলের পায়তারা করে, ঠিক তেমনি বিএনপি নির্বাচনের কথা বলে কিন্তু রাজাকারকে সাথে নিয়ে একটি অস্বাভাবিক সরকার গড়ে তোলার পায়তারা করে।

ইনু আরো বলেন, ৭৫ এর পরে বাংলাদেশে যে সামরিক সরকার এসেছে যত রাজাকার সরকার এসেছে তাদের ছত্রছায়ায় বিদেশী শক্তিরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে প্রতিবেশীদের বিরুদ্ধে উপমহাদেশে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে। আজকে নির্বাচনকে কেন্দ্র করে একটু ওলট-পালট করা যায় কিনা সেই চক্রান্ত নিয়ে বিএনপি আছে এমেরিকা আছে। এরকম একটি পরিস্থিতে নির্বাচনকে কেন্দ্র করে সরকার বদলের খেলায় আর্ন্তর জাতিক পার্টনার খোজার যে প্রচেষ্টা চলছে তা দুঃখজনক। দেশবাসী এই ধরনের দেশ বিরোধী তৎপরতা রুখে দেবে বলেও দাবী করেন ইনু।

বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের ইনু এসব কথা বলেন। এসময় মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলি, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(এমএজে/এএস/জুন ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test