E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে’

২০২৩ জুলাই ১০ ১৯:১৮:৪৮
‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে’

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : আাগামী ১২ জুলাই ঢাকায় বিএনপির তারণ্যের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৩ সালে যখন সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি দিয়েছিল তারপর থেকে সেই একদফা কর্মসূচিইতো আছে। তাহলে তখন ওইটা কি কর্মসূচি ছিল।

হানিফ বলেন, এই এক দফার কর্মসূচি তো আমরা বহু দেখেছি। বাংলদেশে আমাদের কুটনৈতিক বিদেশী মেহমানরা আসছেন এইসব বিদেশী কুটনৈতিক মেহমানদের কাছে নিজেদের শো-ডাউনের মাধ্যমে শক্তি ও সাংগঠনিক অবস্থা জাহির করার জন্য তারা ১২ তারিখে একটা কর্মসূচি দিয়ে স্টান্ডবাজী করছেন।

হানিফ আরো বলেন, বিএনপির মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশী ষড়যন্ত্র¿ কারন বিএনপির দেশের জনগনের সাথে কোন সম্পর্ক নাই দেশের জনগন তাদের পক্ষেও নাই। দেশের জনগন যদি পক্ষে না থাকে তাহলে কোন আন্দোলনও সফল হয়না। এই কথা আমরা বহুবার বলেছি এটা বিএনপিও জানে। জানে বলেই তাদের এখন মূল ভরসার জায়গা বিদেশী ষড়যন্ত্রের ওপরে।

হানিফ বলেন, এতে কিছু যায় আসে না। এদেশে মাটি মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নাই। আওয়মী লীগ নেতা হানিফ আরো বলেন, বিএনপি মুখে এক কথা বলছেন আর ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্ততি নিচ্ছেন। বিএনপি আসলে সরকার পতনের আন্দোলনের কথা বলে তাদের জনবিছিন্ন কর্মিদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বিএনপির লক্ষ নির্বাচনে যাওয়া।

হানিফ বলেন, বিএনপির স্বভাব হচ্ছে সবসময় দ্বি-চারিতা টাইপের। ওরা মুখে এক কথা বলে আর কাজ করে তার উল্ট। বিএনপির ঠকবাজী এসব কর্মকান্ড দেশের জনগন জানে অতএব এবার দেশের জনগনগনকে কোন কিছু করেই বিভ্রান্ত করা যাবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকারের অধিনেই হবে এবং আমার বিশ্বাস বিএনপি সংবিধান অনুযায়ী বর্তমান সরকারে অধিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহন করবে। আর যদি বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহন না করে তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়বে।

জেলার নদী ভাঙ্গন প্রসঙ্গে হানিফ বলেন, পদ্মা ও গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহন করা হচ্ছে।

আজ সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদী ভাঙ্গন পরিদর্শন ও নদীর তীর সংরক্ষন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। এসময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ দলীয় নেতাকর্মী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এমএজে/এএস/জুলাই ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test