E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অগ্নিকাণ্ডের ঘটনা সরকারের সুপরিকল্পিত

২০১৪ অক্টোবর ৩১ ১৯:০৩:২২
অগ্নিকাণ্ডের ঘটনা সরকারের সুপরিকল্পিত

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকারের নির্দেশেই তার এজেন্টরা সুপরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

তিনি বলেন, ‘কাওরান বাজার বিএসইসি ভবনে আমার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সরকারের সুপরিকল্পিত চক্রান্তেরই অংশ। অত্যন্ত ঠাণ্ডা মাথায় তা করা হয়েছে।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখার পরও কাবু করতে না পেরে মানষিক ও অর্থনৈতিকভাবে বিপর্যন্ত করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএসইসি ভবন মালিকের সঙ্গে আমার দেশ কর্তৃপক্ষের যে লেনদেন ছিল তা সম্পন্ন করে আজই অফিসটি অন্যত্র শিপ্‌ট করার কথা ছিল। কিন্তু আজকে যে অগ্নিকাণ্ড ঘটানো হলো তা বিরোধী দলের উপর ধারাবাহিক নির্যাতন-নিপীড়ণ, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিরোধীদের নিশ্চিহ্ন করার যে নীল নকশা তারই অংশ।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের যে চরিত্র তাতে মনে না হওয়ার কোনো কারণ নেই যে সরকারের এজেন্টরাই এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত।’

(ওএস/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test