E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াতের দ্বিতীয় দফার হরতাল চলছে

২০১৪ নভেম্বর ০২ ০৭:০৬:০১
জামায়াতের দ্বিতীয় দফার হরতাল চলছে

স্টাফ রিপোর্টার, ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা হরতালের শেষ দফা শুরু হয়েছে। রবিবার সকাল ৬টায় শুরু হওয়া দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার এ হরতাল চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বুধবার জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে ৪টি অভিযোগে ফাঁসি ও ৪টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর পরপরই এক বিবৃতিতে দুই দফায় ৭২ ঘণ্টার হরতাল সহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান।

এর আগে নিজামীর ফাঁসির প্রতিবাদে জামায়াতের ডাকা তিন দিনের হরতালের প্রথমদিন রাজধানী সহ সারাদেশজুড়ে পালিত হয় ঢিলেঢালাভাবে। বৃহস্পতিবার হরতালে রাজধানীসহ সারাদেশে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন সংঘর্ষ হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আগের হরতালের মতোই জামায়াত-শিবির নেতাকর্মীদের রাজপথে উপস্থিতি ছিল কম।

ভোরে রাজধানীর কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে তারা। ছিল না তেমন কোনো পিকেটিংও। হরতালে মানুষের জীবনযাত্রায় ততটা প্রভাব ফেলতে পারেনি।

এদিকে জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব। সড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছে পুলিশ। র‍্যাব-পুলিশের পাশাপাশি টহলে নেমেছে বিজিবি।

(ওএস/অ/নভেম্বের ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test