E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকারের মনোবল ভেঙে গেছে’

২০২৩ সেপ্টেম্বর ২১ ১৯:৫৪:০৭
‘সরকারের মনোবল ভেঙে গেছে’

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগাররা ওইসব হারিয়ে এখন সেল্ফি তোলে মনোবল চাঙা রাখার প্রচেষ্টা চালাচ্ছে। ওই সেল্ফি তোলে কোন লাভ নেই। সারা বিশ্বের বিবেক বাংলাদেশের সাথে আছে। সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে
বিএনপির তারুণ্যের রোডমার্চ উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি ক্ষমতাসীনদের ইঙ্গিত করে এ মন্তব্য করেন।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সুহেল, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশের গণতন্ত্র লাইফ সাপোর্টে রয়েছে। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিতে হবে। এসময় তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে বিকাল সাড়ে ৪ টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশর চন্দ্র রায় ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের নিয়ে মৌলভীবাজারের শেরপুরের মুক্তিযোদ্ধা চত্বরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ভ্রাম্যমান ট্রাকের উপর নির্মিত অস্থায়ী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত পথসভায় মিলিত হন রোডমার্চে আসা কেন্দ্রীয় নেতারা।

বিকাল ৩ টা থেকে বিএনপির রোডমার্চ ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীসহ জেলার ৭ টি উপজেলা থেকে বিএনপির খন্ড খন্ড মিছিল নিয়ে রোডমার্চকে স্বাগত জানিয়ে শতশত নেতাকর্মী শেরপুরে জড়ো হন। এসময় নেতাকর্মীদের মুর্হুমুহু শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে। কিছু সময়ের জন্য সড়ক জুড়ে তৈরি হয় তীব্র যানযট। তবে পথসভা চলাকালীন মুষলধারে বৃষ্টি নামায় কর্মসূচিতে তৈরি হয় ছন্দপতন। পরে বৃষ্টি কিছুটা কমলে পথসভায় বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতি।

এদিকে রোডমার্চ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেন পথসভা ও আশপাশের পুরো এলাকায় জুড়ে।

(একে/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test