E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের কঠিন জবাব দিতে হবে’

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৮:৫৯:৪৪
‘যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের কঠিন জবাব দিতে হবে’

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভয় দেখিয়ে অথবা কাউকে স্যাংশন দিয়ে আমাদেরকে লক্ষ থেকে সরাতে পারবে না। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা একটি স্বাধীন সাংবিধানিক ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকার। এই সরকার আগামী দিনে স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন হবে। সরকার স্বাধীন নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার পাশে আছি। যারা আগামী নির্বাচকে বানচাল করতে চায় তাদের কঠিন জবাব দিতে হবে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

দীর্ঘ প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান,উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।

বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচন এলেই বিএনপি জামায়াত গণতান্ত্রিক নির্বাচনকে উল্টো পথে নিতে ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও শুরু করে,কিন্তু তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও পরিবর্তনের লক্ষে শেখ হাসিনা আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তানি, জামায়াতি যারা এদেশ ও মহান মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি তারাই প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করে। এখন এদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। তাঁরা দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে চায়।

এদিকে সম্মেলনকে প্রাণবন্ত করতে আগে থেকেই তোরণ,ব্যানার আর ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে সম্মেলনস্থলের আশপাশ। পাশাপশি জেলা সদর ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্পটেও নির্মিত হয়েছে প্রায় শতাধিক তোরণ। সভাপতি,সম্পাদক পদপ্রার্থী ছাড়া দলের বর্তমান কমিটির নেতারাও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের ছবিসম্বলিত ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজিয়েছেন পুরো শহর।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুলাই সম্মেলন শেষে আংশিক কমিটি হলেও ২০১৬ সালে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পায় স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটি। দলের গঠনতন্ত্রনুযায়ী তিন বছর কমিটি হওয়ার কথা থাকলেও কোভিড একারণে অনেকটাই ঝিমিয়ে পড়ে দলের সাংগঠনিক কার্যক্রম। নতুন কমিটির জন্য এ পর্যন্ত প্রায় ডজন খানেক নেতা সভাপতি ও সম্পাদক পদে তাদের সিভি জমা দিয়েছেন। সম্মেলনকে কেন্দ্র করে গেল ক’দিন থেকে সভাপতি ও সম্পাদক পদপ্রার্থীরা ছুটে বেড়িয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতা ও অভিভাবক সংগঠন আওয়ামী লীগের নেতাদের কাছে।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test