E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : হানিফ

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৯:০৫:২২
বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : হানিফ

রিপন মারমা, রাঙামাটি : বিএনপি আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ। 

তিনি বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করা। বিএনপি-জামায়াত জোট রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে সহিংসতা ও জ্বালাও পোড়াও করলে কঠোরভাবে দমন করা হবে। বিদেশিদের ষড়যন্ত্রে বিএনপি ব্যবহৃত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন হবে। নিজেদের অবস্থা বুঝে এ নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। নির্বাচনে যদি ষড়যন্ত্র করা হয় তাহলে রাজপথে এর জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।’

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল প্রতিনিধি সভায় এসব কথা বলেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বিএনপি বিদেশি প্রভুদের নিয়ে লাফালাফি করছে।নির্বাচন আসলেই বিএনপি বিদেশিদের কাছে ধরণা দেয় ও দৌড়ঝাঁপ করে, তাদের পরামর্শে রাজনৈতিক কর্মসূচি দিয়ে থাকে। বিদেশি ষড়যন্ত্রে রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বিএনপি, কিন্তু বঙ্গবন্ধুর দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। এতে কোনো কাজ হবে না। কিছুদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যর ওপর আমেরিকা সফরে নিষেধাজ্ঞা নিয়ে অনেক কথা বলেছে। বিএনপি মনে করেছিল এবার বুঝি আওয়ামী লীগ সরকারের পতন হবে। এ নিয়ে তারা সমাবেশ করেছে। এ সমাবেশ ঢাকার গরু বাজারে গিয়ে শেষ হয়েছে। এসব করে কাজ হবে না।’

আমেরিকার ভিসা নীতি বিষয়ে হানিফ বলেন, ‘একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা অপমানজনক।’ এটি কার স্বার্থে, কোন যুক্তিতে করা হয়েছে তা জানতে চান হানিফ। এটি করে বাংলাদেশের মানুষকে অপমানিত করা হয়েছে মন্তব্য করেন হানিফ।’

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শিকড় অনেক গভীর। এ সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। এ বিষয়টি বিএনপির মহাসচিব ফখরুল সাহেব বুঝতে পেরে বলেছেন আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না সুনামী লাগবে।’

রাঙামাটি আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে হানিফ বলেন, ‘আগামী নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী হবেন দীপংকর তালুকদার। তালুকদের বিকল্প এখনও কেউ নেই রাঙামাটিতে। তাই তৃণমূল নেতাদের এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না।’ নিশ্চিন্তে বাড়ি ফিরে যাওয়ার আহবান জানান হানিফ।

জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এতে আরও বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুই প্রু চৌধুরী, চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সম্পাদক মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক শামসু দোহা চৌধুরী, জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাস তঞ্চঙ্গ্যা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন জমির, নানিয়াচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমানসহ আরও অনেকে।

এর আগে সকাল ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test