E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘আর নীরব থাকার সুযোগ নেই’

২০২৩ সেপ্টেম্বর ২৯ ০০:২০:১৩
‘আর নীরব থাকার সুযোগ নেই’

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জাতির এ সঙ্কটকালে’ পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, এখন আর নীরব থাকার সুযোগ নেই। দেশ বাঁচাতে সবাই এগিয়ে আসতে হবে। জাতির সঙ্কটকালে পেশাজীবীরা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

পেশাজীবী কনভেনশন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও বিএসপিপির সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণসংহতি পরিষদের জোনায়েদ সাকি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. হারুন আল রশিদ, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, কৃষিবিদ ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. গোলাম হাফিজ কেনেডি, ডা. এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রমুখ।

প্রস্তুতি সভায় পেশাজীবী নেতারা বলেন, দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। যেকোনো মূল্যে আমরা গণতন্ত্রকে মুক্ত করবো। একই সঙ্গে দেশের মানুষকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। এজন্য যত ত্যাগই স্বীকার করতে হয়, পেশাজীবীরা করবে।

আগামী ৪ অক্টোবর হবে এ পেশাজীবী কনভেনশন। এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক-কর্মচারী কনভেনশন করবে বিএনপি। সেদিন ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গন মাঠে এ কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিয়েছিল দলটি। তবে একই দিন কাছাকাছি স্থানে অন্য একটি সংগঠনের সমাবেশ থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শ্রমিক কনভেনশনের স্থান পরিবর্তন করেছে বিএনপি।

পরিবর্তিত স্থান অনুযায়ী, সেদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে থেকে টিএনটি কলেজ পর্যন্ত (উত্তর পাশে) রাস্তায় এই শ্রমিক কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test