E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ষড়যন্ত্রের রাজনীতি করে বিএনপি-জামায়াত’

২০২৩ অক্টোবর ১৭ ১৪:৫৯:৫৭
‘ষড়যন্ত্রের রাজনীতি করে বিএনপি-জামায়াত’

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘বিদেশে থেকে সে এখন বিএনপির বিশাল নেতা, তিনি লন্ডনে থাকেন, বিশাল বাড়িতে থাকেন, লন্ডন শহরের সবচেয়ে দামি এলাকায় তিনি থাকেন, তার নিজের ড্রাইভার আছে। এতো যে তিনি শান-শওকত নিয়ে থাকেন-এই টাকা কোথা থেকে আসে?’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন রেখেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূর আরও বলেন, সে তো সেখানে কোন ব্যবসাও করে না, চাকুরীও করে না, টাকা পেয়েছে কোথায় ? কত বছর থেকে সে লন্ডনে পালিয়ে আছে? রাজনীতি করতে হলে বুকের পাটা থাকতে হয়, বিদেশে পালিয়ে থেকে নেতা হওয়া যায় না।

বঙ্গবন্ধুর কন্যাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে, খালেদা জিয়ার ওপর কখনো হামলা হয়নি।

সোমবার সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে নীলফামারী জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এসব কথা বলেছেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘যারা আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের সাথে থাকি, মানুষকে সেবা্ দেই, মানুষকে নিয়ে আমরা আন্দোলন করি। আমরা হত্যার রাজনীতি করি না, ষড়যন্ত্রের রাজনীতি করি না। ষড়যন্ত্রের রাজনীতি করে বিএনপি-জামায়াত।’

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের রাজনীতির উদাহরণ দিতে গিয়ে তিনি ২০১৩ সালের ১৪ ডিসেম্বর টুপামারীর রামগঞ্জ হাটে তাঁর গাড়ীবহরে হামলার ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, সে সময় দেশব্যাপী বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও চলছিল। লক্ষ্মীচাপ হিন্দুপ্রধান এলাকায় বিএনপি-জামায়াত হামলা চালিয়েছিল। ওই এলাকা আমরা পরিদর্শনে গিয়েছিলাম। পরিদর্শন শেষে ফেরার পথে রামগঞ্জের হাটে চারদিক থেকে আমাদের ওপর হামলা করা হয়। নেতা-কর্মীরা ঢাল হয়ে গাড়ী আগলে রেখেছিল। সেদিন আমাদের চারজন দলীয় নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। পায়ের রগ কেটে দিয়েছিল, জবাই করে হত্যা করেছিল।

নীলফামারী জেলা আওয়ামী লীগ আয়োজিত এই উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ মঞ্জু। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ আলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

(ওআরকে/এএস/অক্টোবর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test