E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমরা পাকিস্তানকে ৭১ সালে পরাজিত করেছি

২০১৪ নভেম্বর ০৫ ১৫:৪৫:৩৩
আমরা পাকিস্তানকে ৭১ সালে পরাজিত করেছি

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ও আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ আপনার নেতা জিয়াউর রহমানের তালুক নয়। আপনার কথায় পরিষ্কার হয়েছে আসলে আপনাদের মাথা থেকে এখনো পাকিস্তানের ভূত দূর হয়নি।

‘শেখ হাসিনাকে দেশে আসতে দেয়া জিয়ার সবচেয়ে বড় ভুল’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়তে যুবলীগের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কারো দয়া বা অনুকম্পায় শেখ হাসিনা দেশে আসেননি। তিনি দেশে এসেছেন জনগণের চাওয়া ও ভালবাসায়। শেখ হাসিনাকে দেশে না আসতে দেয়ার কোনো ক্ষমতা জিয়াউর রহমানের ছিল না।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হানিফ বলেন, কথা বললে ভেবে চিন্তে বলতে হবে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা পাকিস্তানকে ৭১ সালে যুদ্ধে পরাজিত করেছি।

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ৪৫ বছর পর বাংলাদেশ সরকার এখনো অতীত নিয়ে ঘাঁটাঘাটি করছে। আমি এটা বুঝতে পারছি না যে, কেন বাংলাদেশ সরকার অতীতের কবর খুড়ে অশান্তি বাড়াচ্ছে এবং পুরনো ক্ষতগুলো আবার খুচিয়ে আলগা করছে।

সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য সাঈদুর রহমান শহীদ সেরনিয়াবাদ।

(ওএস/এটিআর/নভেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test