E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দূরবীন দিয়ে বিএনপি জামায়াতকে খুঁজে পাওয়া যাচ্ছে না’

২০২৩ নভেম্বর ১১ ১৭:৩৫:৩৫
‘দূরবীন দিয়ে বিএনপি জামায়াতকে খুঁজে পাওয়া যাচ্ছে না’

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ১০ নভেম্বর ২৩ শুক্রবার ময়মনসিংহ মুক্তাগাছায় স্টেডিয়ামের মাঠে এক জনাকীর্ণ শান্তি সমাবেশ ও জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর প্রভাবশালী সদস্য ও কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

ময়মনসিংহ মুক্তাগাছার এম পি ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এর সভাপতিত্বে বিকাল ৪ টায় এই শান্তি সমাবেশ ও জনসভা আরম্ভ হয়, জনসভায় বক্তৃতা করেন- ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তাগাছা পৌরমেয়র আলহাজ্ব বিল্লাল সরকার, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুর্শিদা আক্তার কাকলী, বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার (চেয়ারম্যান বড়্গ্রাম ইউ পি), মুক্তাগাছা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান তনু, মুক্তাগাছা শহর সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজিজুল হক ইদু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, উপজেলা যুব লীগের সভাপতি মাহাবুবুল আলম মনি উপজেলা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক সেলিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, দেশ যখন বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার দুরদর্শি নেত্রীত্বে উন্নয়ন শীল থেকে উন্নত দেশের পথে এগিয়ে ঠিক তখন দেশ বিরোধী চক্রান্তে সন্ত্রাসী বি এন পি জামায়াত জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করেছে। সারা বাংলাদেশের কোথাও " দূরবীন ' দিয়েও তাদের খুজে পাওয়া যাচ্ছে না। লন্ডন থেকে ফেসবুকে পলাতক সাজাপ্রাপ্ত খুনি আসামী ঘোষণা দিয়ে ঘুমিয়ে থাকেন বলে বলেন। প্রতিমন্ত্রী বলেন মুক্তাগাছার এম পি কে এম খালিদকে পুনরায় নৌকার মাঝি দেখতে প্রত্যায় ব্যক্ত করেন।

মুক্তাগাছা এম পি ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন- মুক্তাগাছা কোন রকম অবরোধ বা হরতাল নাই, হতেও দেওয়া হবে না, তিনি বলেন যেখানেই বি এন পি/ জামাত দেখবেন তাদের কে ধরে আইনশৃঙ্খলা বাহিনী কাছে সোপর্দ করুন, তিনি বলেন এদেশের মানুষ যখন শান্তিতে থাকে তখন বিএন পি জামাত জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করতে চায়, কিন্তু শান্তিপ্রিয় আওয়ামিলীগ থাকতে তা হবে না-- তিনি আগামী নির্বাচনে নৌকার সমর্থনে কাজ করার জন্য দেশবাসীর কাছে আহবান জানান।
মুক্তাগাছা পৌরমেয়র আলহাজ্ব বিল্লাল সরকার বলেন মুক্তাগাছার মাটিতে বি এন পি জামাতের ঠাই হবে না। তিনি আওয়ামী লীগ কর্মীদের বলেন মুক্তাগাছা বিএনপি জামাত কে কোনপ্রকার রাজপথে অরাজকতা করার সুযোগ যেন না দেওয়া হয়, দেশের উন্নয়ন যখন সর্বোচ্চ পর্যায়ে তখন রাজাকারের দোষর দের প্রতিহত করার শপৎ নিতে সবাই কে আহবান জানান। তিনি আগামী নির্বাচনে বর্তমান এম পি ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদের নৌকার প্রার্থী ঘোষনার জন্য জননেত্রীর আশির্বাদ কামনা করেন।

মুক্তাগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি মাহাবুবুল আলম মনি তার বক্তৃতায় মুক্তাগাছা উপজেলা বিএন পি জামাতমুক্ত যদি অরাজকতার চেষ্টা করে তাহলে তাদের মুক্তা গাছায় থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। তিনি বলেন মুক্তগাছা উপজেলা যুবলীগের এক একটা কর্মী এদেশের এক একজন সৈনিক। যুবলীগের একটা সৈনিক জীবিত থাকতে মুক্তাগাছায় কোন প্রকার নৈরাজ্য, অবরোধ, বা বিশৃঙলা করতে দেওয়া হবে না। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে জনসভায় আগতদের অবহিত করেনতিনি পুনরায় কে এম খালিদ কে মুক্তাগাছাএছাড়াও সকল অতিথি তাদের বক্তব্যে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার উপর জোর দেন। আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজাগরণের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

(এনআরকে/এএস/নভেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test