E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘জনগণের বিপুল অর্থ বিনষ্টের হিসাব ইসিকে দিতে হবে’

২০২৩ ডিসেম্বর ০২ ২৩:৫২:১৯
‘জনগণের বিপুল অর্থ বিনষ্টের হিসাব ইসিকে দিতে হবে’

স্টাফ রিপোর্টার : একতরফা প্রহসনের নির্বাচনে রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকা ‘শ্রাদ্ধ’ করার আয়োজন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘সরকারের দুর্নীতি দুঃশাসনে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অর্ধাহারে অনাহারে কাটছে, কৃষক, শ্রমিক, দিনমজুরের দিনকাল। মধ্যবিত্ত পরিবারগুলোও অর্থনৈতিক টানাপোড়েনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। চরম অর্থনৈতিক মন্দা। এমন পরিস্থিতিতে একতরফা প্রহসনের নির্বাচনে রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকা ‘শ্রাদ্ধ’ করার আয়োজন চলছে। গণঅভিপ্রায়কে উপেক্ষা করে আওয়ামী লীগ এবং কতিপয় গোত্রহীন ভূঁইফোড় দলছুট লোকজনকে নিয়ে ডামি নির্বাচনে জনগণের বিপুল পরিমাণ অর্থ বিনষ্টের হিসাব নির্বাচন কমিশনকে দিতে হবে।’

শনিবার (২ ডিসেম্বর) রাতে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মাত্র একজন ব্যক্তির অবৈধভাবে ক্ষমতায় থাকার উদগ্র লিপ্সার কারণে বাংলাদেশ এখন চরম বিপর্যয়ের মুখে পতিত। আওয়ামী লুটেরা চক্র শুধু অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করেনি, দেশ এবং জনগণের স্বাধীনতাও বিপন্ন করে দিয়েছে। লুটেরা চক্র শুধু বর্তমান প্রজন্মকেই নয়, দেশের ভবিষৎ প্রজন্মকেও ঋণে ডুবিয়েছে।’

এ বিএনপি নেতা বলেন, ‘‘এরই মধ্যে সরকারের মন্ত্রীরাও বলতে শুরু করেছেন এই পাতানো প্রতিযোগিতাহীন ভুয়া নির্বাচন হবে কি না, তা নিয়ে তারা ঘোরতর সন্দিহান। আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী এক সভায় বলেছেন, ‘আমরা বিশাল ষড়যন্ত্রের মধ্যে আছি, আমাদের ৭ তারিখ নির্বাচন, এখনো জানি না সেটা হবে কিনা? একটা অনিশ্চিত অবস্থা।’ বাস্তবতা হলো-দেশের ১৮ কোটি জনগণ এই নির্বাচন করতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন দেশের মাটিতে হবে না।’’

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মামলা, হামলা এবং গণগ্রেফতার করে বিএনপিসহ ৬০টির বেশি রাজনৈতিক দলকে মাঠ ছাড়া করতে চালানো হচ্ছে অমানুষিক নিপীড়ন। রাজবাড়ীসহ জেলায় জেলায় লাল বাহিনী তৈরি করে বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিম্ন আদালতকে ব্যবহার করে দণ্ড দিয়ে বিএনপির নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে যে, বিএনপি চাইলেও নির্বাচনে অংশ নিতে পারবে না।’

তিনি বলেন, ‘‘২ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০২২’ শীর্ষক প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করেছে এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। জাতিসংঘসহ অন্যান্য সংস্থা ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশে বিরোধীদলের ওপর জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরছে। শুক্রবার জাতিসংঘ পুনরায় বলেছে, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে।’’

রিজভী দাবি করেন, শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর থেকে শনিবার (২ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সারাদেশে ২২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময়ে ৮ মামলায় ৯১৫ জনকে আসামি করা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test