E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৪ বছরেও দেশে গণতন্ত্র মুক্তি পায়নি

২০১৪ নভেম্বর ০৯ ১৭:৫৪:০১
২৪ বছরেও দেশে গণতন্ত্র মুক্তি পায়নি

স্টাফ রিপোর্টার : টাকা দিয়ে ও ভোটারবিহীন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আমি গর্ব করব এ রকম চালাক আমি হতে চাই না। আল্লাহ যেন আমাকে বোকা হিসেবেই মৃত্যু দেন বললেন-সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি) আয়োজিত পরিবারতন্ত্রের বেড়াজালে বাংলাদেশের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, ‘নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে ২৪ বছর ধরে নীতিহীন রাজনীতি ও রাজচালাকি চলছে। ২৪ বছর পরও দেশে গণতন্ত্র মুক্তি পায় নাই। দেশে এখন যে রাজনীতি চলছে এটা রাজনীতি নয় নীতিবিহিন রাজনীতি। কারণ নীতি ছাড়া রাজনীতি হয় না।’

দেশে রাজচালাকি চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘নীতিবিহীন রাজনীতির সঙ্গে দেশে এখন রাজচালাকি চলছে। রাজনৈতিক দলগুলো তাদের সমাবেশ টাকা দিয়ে জনসমুদ্রে পরিণত করে দেশের জনগণের সঙ্গে রাজচালাকি করছে। এটা আমি জানি, কারণ এ রাজনীতি আমি করে এসেছি। পরে এখান থেকে আমি বের হয়ে এসেছি। এ ধরনের রাজনীতি করা পাপ।’

তিনি বলেন, ‘আগামীকাল গণঅভ্যুত্থান দিবসে আমরা যখন নুর হোসেনকে শ্রদ্ধা জানাতে যাব তখন তাকে কীভাবে মুখ দেখাবো, কী বলব। কারণ আমরা তো ২৪ বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি নাই।’

প্রবীণ এ আইনজীবী বলেন, ‘দেশকে উন্নত করতে হলে নীতিহীন রাজনীতি থেকে দূরে থাকতে হবে। রাজচালাকির কাছে বুদ্ধিমান হতে হবে। বুদ্ধি দিয়ে রাজচালাকি বুঝতে হবে।’

ড. কামাল আরো বলেন, ‘আজকে আমাদের দেশটা হাতছাড়া হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজ ও খুনীদের হাতে। রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। আগে মানুষ এসব কাজ রেখে ঢেকে করত। এখন দুর্নীতি করে স্বচ্ছভাবে সবার সামনে। কারণ সবাই বুঝে গেছে এসব করলে কিছু হবে না।’

বিএনজিপির সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শিক্ষাবিদ প্রফেসর ড. শাহেদা, ঢাবির শিক্ষক প্রফেসর সুকোমল বড়ুয়া প্রমুখ।

(ওএস/এটিআর/নভেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test