E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মেধাবীরাই ছাত্র রাজনীতি করে’

২০১৪ নভেম্বর ১২ ১৫:৪৬:০৫
‘মেধাবীরাই ছাত্র রাজনীতি করে’

স্টাফ রিপোর্টার : বিসিএসে তোমরা লিখিত পরীক্ষাটা ভালো করে দাও বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখবো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। ছাত্রলীগের উদ্দেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি তোমাদের পাশে দাঁড়াব। দরকার হলে কোচিংয়ে ক্লাস নিবো। তোমাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।

বিসিএস পরীক্ষার কথা উল্লেখ করে এইচটি ইমাম বলেন, মেধাবীরাই ছাত্র রাজনীতি করে এবং তারাই দেশকে নেতৃত্ব দেয়। তোমাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যত। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তোমাদের পাশে দাঁড়ানো আমাদের উচিৎ।

তিনি বলেন, শুধু লেখাপড়াতে নয়, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে যতটুকু পারো ছড়িয়ে পড়ো। এর জন্য যত সহযোগিতা লাগে আমরা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তোমাদের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক (অব.) ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test