E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এই সরকার শুধু অবৈধ নয় ব্যর্থ’

২০১৪ নভেম্বর ১২ ১৬:৪৪:৩৯
‘এই সরকার শুধু অবৈধ নয় ব্যর্থ’

কিশোরগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, এই কিশোরগঞ্জের মাটিতে জন্ম নিয়েছেন ৩ জন রাষ্ট্রপতি। এদের পুত্ররা বর্তমানে মন্ত্রী ও এমপি। কিন্তু এই আওয়ামী লীগের আমলে রাস্তাঘাটের বেহাল দশা দেখে মনে হয় কোন উন্নয়নই হয়নি।

৫ জানুয়ারীর নির্বাচনে ভোটারবিহীন এবং বিনা ভোটে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করে। দেশের জনগণ তাদের ভোট দেয় নাই। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। তিনি বুধবার গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা ২০ দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।


কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম. ওসমান ফারুক, এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহাম্মদ বীর বিক্রম, জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যাপক সৈয়দ মজিবুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিগ্রেডিয়ার (অব.) হান্নান শাহ, ঢাকা মহানগর কমিটির সভাপতি মির্জা আব্বাস, খেলাফত মজলিসের আমীর অধ্যাপক ইসহাক, জেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

বেগম খালেদা জিয়া বলেন, এই সরকার শুধু অবৈধ নয় এই সরকার ব্যর্থ সরকার। এই সরকার গুম করার সরকার, এই সরকার খুনী সরকার। দেশে এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। দুর্নীতি দমন কমিশন এখন দুর্নীতি কমিশন। তিনি আরও বলেন, বর্তমানে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়। পাশের হার বৃদ্ধি করে দেয়া হয়। এতে করে মেধাকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, গ্রামের মানুষ এখন সুচিকিৎসা পাচ্ছেন না। নব নিয়োগকৃত ডাক্তারগণের বিভিন্ন পোস্টিং বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন। ইতিপূর্বেও পুলিশের নিয়োগ নিয়ে বাণিজ্য করেছেন।

বেগম খালেদা জিয়া বলেন, রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যাংকের মাধ্যমে আত্মসাৎ করছে আর অর্থমন্ত্রী বলছেন এটা সামান্য ব্যাপার। রাষ্ট্রয়াত্ত ব্যাংক গুলিতে দলীয় ও অযোগ্য লোক নিয়োগ দিয়েছেন। পাশাপাশি বড় বড় দুর্নীতির দায় থেকে তাদের মন্ত্রী এমপিদের দায়মুক্তি দিয়েছেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এই সমস্ত দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এইসব দুর্নীতির কারণেই বিদেশি বিনিয়োগ কমে গেছে। ফলে দেশকে আওয়ামী লীগ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।


(পিকেএস/এএস/নভেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test