E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

 ‘বিএনপি নেতাকর্মীরা কারাগারেও নিরাপদ নয়’

২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১৩:৩২:০৫
 ‘বিএনপি নেতাকর্মীরা কারাগারেও নিরাপদ নয়’

স্টাফ রিপোর্টার : দেশের কারাগারগুলোতে বিএনপি নেতাকর্মীরা মৃত্যুঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘কারাগারও এখন তাদের জন্য নিরাপদ নয়।’

রবিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার কাশিমপুর কারাগারে মৃত্যুবরণকারী মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাপুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কারাগারগুলো বিএনপির নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ। নেতাকর্মীরা গ্রেফতারের আগে বাইরে যেমন হয়রানি, নিপীড়ন ও নির্যাতনের শিকার হন, কারাগারেও তারা তেমনি নির্যাতিত হন। বিএনপি নেতাকর্মীদের জন্য কারাগারও এখন নিরাপদ নয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি নেতা গোলাপুর রহমানকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। এখনো বিএনপির কেউ যাতে টুঁ শব্দ করতে না পারে সেজন্য কারাগারের ভেতরে ও বাইরে নেতাকর্মীদের ওপর অমানবিক আচরণ চলছে। নেতাকর্মীদের সব সুযোগসুবিধা থেকে বঞ্চিত করে চরম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘বিরোধীদের জীবন রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দি। কারাগারে বিএনপি নেতাকর্মীদের দিনরাত লকআপে রেখে অসুস্থ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মৃত্যুর পর সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়ানোর জন্য গল্প সাজিয়ে মিথ্যাচার করে। প্রতিটি মৃত্যু ও হত্যার জন্য তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে।’

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ব আবু সুফিয়ান বলেন, ‘দেশের কারাগারগুলো এখন একেকটি টর্চার সেল। বাইরের মতো কারাগারগুলোও মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দিরা।’

তিনি বন্দিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গোলাপুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর স্থানীয় বায়তুল ইজ্জত জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test