E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৪ নভেম্বর ১৩ ১৪:৪৭:৫২
সাভারে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সাভার প্রতিনিধি : সাভারে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু এবং সাভার উপজেলা চেয়ারমান কফিল উদ্দিনসহ বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার সাভার থানায় দায়ের করা দুটি মামলায় তাদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল।

২০১২ সালে ৯ ডিসেম্বর বিএনপির অবরোধকে কেন্দ্র করে মামলা দুটি দায়ের করেছিলেন সাভার থানার এসআই আব্দুল হক শিকদার ও জনৈক আব্দুল জলিল। মামলায় আসামিদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা জন্যই তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। আজকে আসামীরে বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ গঠন করা হয়।

তিনি সাংবাদিকদের বলেন, ২০ দলের আন্দোলন কে দমন করার জন্য সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সম্প্রতি প্রায় ১০০টির বেশি মামালায় অভিযোগ করা হয়েছে। এসবের উদ্দেশ্য একটাই তা হলো রাজনীতি বিমুখ করতেই।

তিনি বলেন, এসবের পরও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে সরকারের পতন নিশ্চিত করবে।

(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test