E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে : মির্জা ফখরুল

২০১৪ মে ০১ ১৭:৪৯:৫৯
দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার : বর্তমানে দেশ একটা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে রমনার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইইডিবি) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য জুলম, নির্যাতন চালাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। দেশের প্রতিটি জায়গায় হত্যা-গুম হচ্ছে। অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য চরম নির্যাতন ও হত্যার পথ বেছে নিয়েছে।

আওয়ামী লীগ বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। আজ নতুন অবয়বে নতুন লেবাসে জুলুম নির্যাতন শুরু করেছে জালেম সরকার। তাদের রাজনীতি মানুষের বিরুদ্ধে।

অত্যাচার-গুম-খুন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অত্যাচার-নির্যাতন করে গুম-খুন করে কেউ কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও থাকতে পারবে না।

এ সময় তিনি এই সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যর আহ্বান জানান।

বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে সভার অতিথি মঞ্চে তিনি আসন গ্রহণ করেন। এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

এর আগে, বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইইডিবি) মিলনায়তনে জাগপার কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে ১৯ দলীয় জোটের অন্যতম শরিক দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ‍া ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া আরো বক্তব্য রাখবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান গোলাম মর্তুজা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাকসহ ১৯ দলীয় জোটের শীর্ষ নেতারা।


(এটি/মে ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test