E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানা প্লাজায় ক্ষতিগ্রস্তরা সুযোগ সুবিধা পায়নি

২০১৪ মে ০১ ১৭:৫৬:৫৪
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তরা সুযোগ সুবিধা পায়নি

স্টাফ রিপোর্টার : রানা প্লাজা ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের দরকারি সাহায্য ও সুযোগ সুবিধা সরকার দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শ্রমিক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে এই কর্মসূচীতে এবারের বিষয় নির্ধারিত হয়েছে ‘জীবন-জীবিকার নিশ্চয়তায় কর্মসংস্থান, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল, গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় নিম্নতম মজুরি ও পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা চাই’।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর এই মে-দিবস পালন করি। কিন্তু এবার আমরা এমন এক সময় এই দিবস পালন করছি, যখন সারাদেশের মানুষ রুদ্ধ। কারও নিরাপত্তা দিতে পারেনি এই অবৈধ সরকার।

তিনি বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের যে পরিমাণ সাহায্য করার কথা তা করা হয় নাই। যে সুযোগ-সুবিধা দেওয়া দরকার তা দেওয়া হয় নাই।

খালেদা বলেন, এই সরকার কথায় কথায় অনেক বড় বড় কথা বলে। আজও হয়তো বলবে। কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করে না। কারণ আওয়ামী লীগ কখনো সত্য কথা বলে না।

গণজমায়েতের সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও শ্রমিকদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, ড. ওসমান ফারুক, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলাদলের সভাপতি নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফত আলী সপু প্রমুখ।

(ওএস/এটি/মে ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test