E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হবে’

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৬:৪৪:১৩
‘পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হবে’

স্টাফ রিপোর্টার : পিলখানা হত্যাকাণ্ডে জড়িত কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বেসামারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মো. ফারুক খান।

আজ রবিবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের ১৫তম বার্ষিকীতে শহীদ সেনা সদস্যদের কবরে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হবে। পিলখানা হত্যাকাণ্ডের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য শাহাবউদ্দিন ফরাজী প্রমুখ।

এর আগে এদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে প্রথমে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পর সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান শ্রদ্ধা নিবেদন করেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test