E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘সাংবিধানিক প্রক্রিয়া বানচালকারীদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না’

২০১৪ নভেম্বর ১৫ ১৪:৩৮:২৯
‘সাংবিধানিক প্রক্রিয়া বানচালকারীদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না’

কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ সভাপতি ও তথমন্ত্রী হাসানুল হক ইনু যুদ্ধাপারাধীদের ফাঁসির রায় কার্যকর না করার জন্য আমেরিকাসহ বিদেশীদের অনুরোধ প্রসঙ্গে বলেছেন, বিদেশীরা যুদ্ধাপারাধীদের বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকবে আর আমরা বিচার করতে থাকব এবং ফাঁসির রায় কার্যকর করতে থাকবো।

তথমন্ত্রী হাসানুল হক ইনু আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃর্তী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ৫ই জানুয়ারী নির্বাচন প্রশাসনের সাজানো নির্বাচন প্রসঙ্গে বলেন, যারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে সশস্ত্র আক্রমন পরিচালনা করে তাদের মুখে নির্বাচন এবং গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাল তলোয়ার নিয়ে আন্দোলনে জনগণকে প্রস্তত থাকা প্রসঙ্গে ইনু বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন না করে রাজনীতির বাইরে চলে গেছেন, তাই উত্তেজিত রমনী বেগম খালেদা জিয়ার ঢাল তলোয়ার নিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মাঠে নামবেন না।

ভেড়ামারা উপজেলা চেয়ারমেন এ্যাডভোকেট তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন প্রমুখ। এরপর তথমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।


(কেকে/এএস/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test