E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'আ'লীগ ক্ষমতায় টিকে থাকলে দেশে গণতন্ত্র থাকবেনা'

২০১৪ নভেম্বর ২১ ১৮:১৭:১৮
'আ'লীগ ক্ষমতায় টিকে থাকলে দেশে গণতন্ত্র থাকবেনা'

বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে, দেশের মানুষ রিমান্ডে। সন্ত্রাসের অভয়ারন্যে পরিণত হয়েছে দেশ। এদের হাতে কেউ নিরাপদ নয়। বর্তমান অবৈধ আওয়ামী সরকার ভয়াবহ রকমের নির্যাতনকারী সরকার। আওয়ামীলীগ ফ্যাসিবাদী জুলুমবাজ দল। এরা ক্ষমতায় টিকে থাকলে দেশে গণতন্ত্র থাকবেনা।

এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের মানুষদের বাঁচাতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিবাদে সোচ্চার হতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠায় বর্তমান আওয়ামী সরকারকে বাধ্য করতে হবে। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর পথ দেখিয়েছেন। সারাদেশের ন্যায় বগুড়াতেও বিএনপি আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারেক রহমান বগুড়ায় উন্নয়নের মাধ্যমে চেহারা বদলে দিয়েছেন। শহরকে নতুন করে সাহিয়েছিলেন। আজ বগুড়াসহ এই জনপদের মানুষ উন্নয়ন বঞ্চিত। এ অঞ্চলের মানুষের সাথে প্রতিহিংসা করা হচ্ছে। উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে, তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে। দেশবাসীকে দুঃশাষন থেকে মুক্তি দিতে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমেই বিজয় অর্জন হবে।

তিনি শুক্রবার বিকেল ৫ টায় বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘অকুতোভয় দেশনায়ক উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশাল আকৃতির কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, ফজলুল বারী তালুকদার বেলাল, মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, রেজাউল করিম বাদশা, আলী আজগর হেনা, লাভলী রহমান, এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, জানে আলম খোকা, আহসানুল তৈয়ব জাকির, তাহা উদ্দিন নাহিন, মীর শাহে আলম, সিপার আল বখতিয়ার, মেহেদী হাসান হিমু, আরাফাতুর রহমান আপেল, মাহমুদ শরীফ মিঠু, শাহাবুল আলম পিপলু, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

(এএসবি/অ/নভেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test