E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার আহ্বান

২০১৪ নভেম্বর ২১ ১৯:০৭:২৪
সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, ঢাকা : ৫ জানুয়ারির ‘এক জোটীয়’ নির্বাচনের ফলে দেশে নজিরবিহীন অরাজকতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি বলেন, সরকারদলীয় ছাত্রনেতাদের গ্রুপ-উপগ্রুপের কোন্দলে সাধারণ ছাত্ররা নিহত, আহত হচ্ছেন। অন্যদিকে, অরাজকতা চলছে সরকার পরিচালকদের মধ্যেও।

সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সর্বজনগ্রাহ্য সাধারণ নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকল্প যুবধারার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেয়নি। ছাত্রলীগের পক্ষে এইচ টি ইমামের ‘বেফাঁস’ বক্তব্যের পরও তাকে উপদেষ্টা পদ থেকে নির্বাসন দেওয়া হয়নি।

সরকারের এক মন্ত্রী শিক্ষকদের ‘গরু’ বলে গালি দিলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন সাবেক এ রাষ্ট্রপতি।

তিনি বলেন, সরকারি কর্মকর্তারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ থেকে শুরু করে ঘুষ, দুর্নীতিতে ব্যাপকভাবে জড়িয়ে যাচ্ছেন। সোনা চোরাচালানের সঙ্গে বিমানের পদস্থ কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের তদন্ত শম্বুকগতিতে অগ্রসর হচ্ছে কি হচ্ছে না, তাও বোঝা যাচ্ছে না। এরপর দেশ কোথায় যাচ্ছে, তা বুঝতে কষ্ট হয় না।

তিনি আরো বলেন, বর্তমান ‘অরাজক’ পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণের মাধ্যমে সর্বজনগ্রাহ্য একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবধারার সভাপতি ওবায়দুর রহমান মৃধা।

(ওএস/অ/নভেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test