E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির রেডএলার্ট নৈরাজ্যের সংকেত

২০১৪ মে ০২ ১৬:৩৬:২৭
বিএনপির রেডএলার্ট নৈরাজ্যের সংকেত

স্টাফ রিপোর্টার : রেডএলার্টের নামে বিএনপি আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির(বিইউআইপি) আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জিয়ার আমলে হত্যা-গুম শুরু হয়েছে। আর নারায়ণগঞ্জে অপহরণের পর যে সাতজনকে হত্যা করা হয়েছে তারা সবাই আওয়ামী পরিবারের লোক ছিলেন।

তিনি দাবি করেন, জামায়াতকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এই হত্যাকাণ্ড চালাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপির সিনিয়র নেতারা কয়েকদিন আগে বলেছিলেন, হত্যা ও গুমের মাধ্যমে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে। তাদের এই আস্ফালনের দুই দিন পরেই নারায়ণগঞ্জের এই ঘটনা ঘটে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের পর জড়িতদের বের করে জাতির সামনে প্রকাশ করা হবে।

সংগঠনের আহ্বায়ক মা. মো. ইসমাইল হোসেনের সভাপিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, অম্বর শাহ্ শাহী জামে মসজিদের খতীব মাজহারুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী নীল মিয়া, ঢাকা মহানগরের আহ্বায়ক শাহাদাত হোসেন প্রমুখ।

(ওএস/এটি/মে ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test