E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিশ্বের ১৬৬ রাষ্ট্রের কোন প্রশ্ন নেই 

২০১৪ নভেম্বর ২৩ ১২:৫৩:১৩
বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিশ্বের ১৬৬ রাষ্ট্রের কোন প্রশ্ন নেই 

নিউইয়র্ক থেকে এনা : জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থানরত ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আই.পি.ইউ) এর প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী

এমপি নিউইয়র্কে ২২ নভেম্বর শনিবার বিকেলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আই.পি.ইউ এর ১৬৬ সদস্য রাষ্ট্রের বাংলাদেশের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোন প্রশ্ন নেই।

কোন দেশে গণতান্ত্রিক শাসন ব্যাহত হলে আই.পি.ইউ তার বিরুদ্ধে জোড়ালো ভূমিকা পালন করে। যার স্বাক্ষ্য বহন করে আই.পি.ইউতে বাংলাদেশের সদস্য পদ তিনবার (১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর, ১৯৮২ সালে সামরিক শাসন জারির পর এবং ২০০৭ সালে ওয়ান ইলেভেনে দীর্ঘ মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার আসার পর) স্থগিত হওয়ার মাধ্যমে।

বর্তমানে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সক্রিয় থাকার কারণে আই.পি.ইউভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ বাংলাদেশকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে।

তিনি বলেন, বর্তমানে আই.পি.ইউ প্রায় ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। আই.পি.ইউ এর ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থী বিজয়ী হয়েছে। যা বাংলাদেশে বর্তমান সংসদীয় গণতন্ত্রের বিশাল স্বীকৃতি মিলেছে। এ বিজয় জাতীয় অর্জন, এটি দলীয় দৃষ্টিকোন থেকে না দেখে সকলের উচিৎ জাতীয় লক্ষ্য অর্জন ও বিজয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন ও প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

আই.পি.ইউ এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ আজ আঞ্চলিক পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রায় একই সময় আই.পি.ইউ ও সি.পি.এ’র নির্বাচনে বিজয়ী হয়েছে। যা বাংলাদেশের জন্য বিরল সম্মানের। এ সকল সাফল্যগুলো জাতিসংঘে বাংলাদেশের ইমেজ আরো বাড়িয়ে দিবে।

আই.পি.ইউ’র নির্বাচনের আগে দু’একটি দেশ ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের দু’একটি দল অংশগ্রহণ না করার কথা উল্লেখ করে নির্বাচনের সার্বজনীন গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে কি-না সে আলোচনা সামনে নিয়ে আসেন।

তবে আমাদের উত্তরে তারা সম্মত হয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনিবার্য অংশ নির্বাচনী কার্যক্রমে কোন দলবিশেষ অংশগ্রহণ না করলে গণতন্ত্র থেমে থাকতে পারে না। অন্য সকল দেশও এ বক্তব্যকে সমর্থন করে আমাদেরকে ভোট দিয়েছে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ৫ জানুয়াারর নির্বাচন নিয়ে কোন প্রশ্ন আসছে না।

সাবের হোসেন চৌধুরী আরো বলেন, আই.পি.ইউ এ বছর সংগঠনটির প্রতিষ্ঠার ১২৫ বছর উদযাপন করেছে। অন্যদিকে জাতিসংঘ আগামী বছর প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি পালন করবে।

লীগ অব নেশনস প্রতিষ্ঠার সূত্র ধরে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।সেই বিবেচনায় জাতিসংঘ ও লীগ অব নেশনস এর চেয়েও পুরনো সংগঠন হচ্ছে আই.পি.ইউ। জাতিসংঘ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর প্রতিটি দেশের সংসদই জনকল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করে। সেক্ষেত্রে জাতিসংঘের সাথে আই.পি.ইউ’র কাজের সম্পর্ক গভীর এবং নিবিড়।

জাতিসংঘ এবং আই.পি.ইউ সমন্বিতভাবে আরো অনেক যৌথ কার্যক্রমের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে কাজ করতে পারবে। যেটি আমাদের আই.পি.ইউ’র নির্বাচনী অঙ্গীকারের সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে আই.পি.ইউ প্রেসিডেন্ট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমরা শতভাগ স্বচ্ছতা নিয়েই নির্বাচিত হয়েছি। দেশ পরিচালনায় আমাদের প্রতি সারা বিশ্বের সমর্থন আছে বলেই আমরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলসহ প্রতিটি নির্বাচনে জয়লাভ করেছি। বাংলাদেশ আজ আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দিচ্ছে।

সরকারের সকল প্রতিষ্ঠানের সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে এ বিজয় অর্জিত হয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ধারাবাহিক সাফল্য বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বের আসন দিচ্ছে।

তিনি ব্যক্তিগত অভিমত তুলে ধরে বলেন, যদি লক্ষ্য স্থির হয় ও উদ্দেশ্য সৎ থাকে তবে সেখানে সাফল্য আসবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারী নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে। অচিরেই বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে।

আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, দেশ স্বাধীন হয়েছে, ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছি, ভাষার মর্যাদা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানই আমাদের চূড়ান্ত লক্ষ্য। সেই অগ্রযাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে আমাদের এগিয়ে যেতে হবে ।



(এনা/এসসি/নভেম্বর২৩,২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test