E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না’

২০১৪ নভেম্বর ২৪ ১৪:৪৫:৪৩
‘ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, লতিফ সিদ্দিকীকে রাষ্ট্রীয়ভাবে অবাঞ্চিত ঘোষণা করা হয়নি।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চলমান রাজনীতি নিয়ে ওই আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্টি নামে একটি সংগঠন।

লতিফ সিদ্দিকীর বিচার প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, আইন তার গতিতে চলবে। এখানে কোনো ব্যতয় ঘটবে না। তার বিচার আদালত করবে, এটি নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার করতে পারে না।

তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে তো দেশে রাষ্ট্রীয়ভাবে অবাঞ্চিত ঘোষণা করা হয়নি। এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে। আইনের শাসন পাওয়ার অধিকার সবার রয়েছে।

আওয়ামী লীগ এই নেতা বলেন, আওয়ামী লীগ ধর্ম ও ধর্মীয় সংস্কৃতি মেনেই রাজনীতি করে বলে তাকে (লতিফ) নিয়ে ছিল তার চেয়ে বেশী করা হয়েছে।

আলেম ওলামাদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আপনারা ধর্মীয় অনূভূতি থেকে কথা বলছেন। আপনাদের চেয়ে আওয়ামী লীগের অনুভূতি কোনো অংশে কম নয়। কাজেই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না।’

সম্প্রতি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে নিহত সুমনকে নিয়ে তিনি বলেন, ‘সুমনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি তার পরিবারকে চিনি। তার পরিবার আজন্ম আওয়ামী লীগের সমর্থক। কিন্তু ছাত্রলীগের কেন্দ্র থেকে বলা হল সে ছাত্রলীগের কেউ না। এ নিয়ে আমি ও সিলেটবাসী কষ্ট পেয়েছি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাবো, অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এর সঙ্গে পদ ও ভর্তি বাণিজ্য রয়েছে কি-না তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test