E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই'

২০১৪ নভেম্বর ২৫ ১৫:০২:০২
'মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই'

স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দেশে মানবাধিকার বলতে কিছু নেই। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। অথচ এসব রক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু মানুষ প্রতিনিয়তই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

জাতীয় প্রেসক্লাব হল রুমে মঙ্গলবার দুপুরে ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশপ্রেমিক নাগরিক পার্টি নামে এক সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, ‘একজন সুশিক্ষিত নাগরিক বিসিএস অফিসার হয়ে দেশের সেবায় কাজ করতে চান। কিন্তু আমরা কি শুনলাম? ছাত্রলীগের ছেলেদের বলা হচ্ছে বিসিএসের লিখিত পরীক্ষায় টিকে আসতে, বাকিটুকু তারা দেখবেন। এ কথা কে বলছে? সরকার বলছে। দেশ দলীয়করণের কোন পর্যায়ে গেছে? বিদেশীরাও বলছে বাংলাদেশে একদলীয় সরকার ব্যবস্থা চালু হয়েছে। বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যে আন্দোলন চলছে, আগামী দিনে সুষ্ঠু নিবার্চন আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশ গ্রহণ করতে হবে। কারণ নিবার্চন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। ’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান আহসাম উল্লাহ শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

(ওএস/অ/নভেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test