E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’

২০১৪ নভেম্বর ২৬ ১৪:২৯:৪২
‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন অবৈধ উপায়ে টাকা লুট করার লক্ষে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। পাশাপাশি নিজেদের নেতাকর্মী দিয়েই গণশুনানি করা হচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে ‘বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব, অবিলম্বে বাতিল কর-গণ শুনানির নামে গণপ্রতারণা জনগণ মানবে না’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সেলিমা রহমান বলেন, এই অবৈধ সরকার ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করছে। বাস্তবে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।

এর মধ্যে বিএনপির আমলে পাচঁ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বলেও জানান তিনি।

আওয়ামী লীগ নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অভিযোগ করে তিনি বলেন, জনগণকে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আওয়ামী লীগ। এখন গ্যাসের সংকট, এরপরও দাম বৃদ্ধি করে জনগণের টাকা লুটের পায়তারা করছে।

সংগঠনের সভাপতি ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test