E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'শেখ হাসিনার পতন হবেই হবে'

২০১৪ নভেম্বর ২৬ ১৬:৪৪:০৩
'শেখ হাসিনার পতন হবেই হবে'

স্টাফ রিপোর্টার, ঢাকা : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরীকে আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেন, 'স্যার আরেকবার দেশনেত্রীকে (খালেদা জিয়া) নিয়ে মাঠে নামুন। অতীতে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখনো থাকবো।'

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব ) আয়োজিত নব্বইয়ের গণঅভ্যূত্থানে শহীদ ডা. মিলনের ২৪ তম শাহদাৎ বাষির্কী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমান বলেন, দেশকে যারা তাঁবেদার রাষ্ট্র বানাতে চায় তাদের জন্য একমাত্র বাধা খালেদা জিয়া ও তারেক রহমান। সবাই ঐক্যবদ্ধ থাকলে এসব বাধা থাকবে না। আরেকটি নিবার্চন হলে সব জনগণ সকল বাধা ভেঙে দিবে।

তিনি বলেন, ৯০এর চেতনা দিয়ে আরেকবার আন্দোলন করতে হবে। শেখ হাসিনার পতন হবেই হবে।

এরশাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন পটভূমি তুলে ধরে ৯০এর ছাত্র আন্দোলনের অন্যতম এ নেতা বলেন, ‘মিলন যে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন তা আজ ভূলুণ্ঠিত। গণতন্ত্র অবরুদ্ধ। স্বাধীনমত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না সরকার।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যার হাত রক্তে রঞ্জিত, যিনি গুম, খুনের নির্দেশ দিচ্ছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না।’

এ সময় তিনি শেখ হাসিনাকে ‘স্বঘোষিত বেইমান’ বলেও উল্লেথ করে বলেন, ‘এরশাদের সঙ্গে লংড্রাইভে গিয়ে নিবার্চনে যাওয়ার ঘোষণা দিয়ে স্বঘোষিত বেইমান হয়েছিলেন শেখ হাসিনা। আর খালেদা জিয়া নিবার্চনে না গিয়ে জনগণের সঙ্গে থেকে হয়েছেন আপোষহীন নেত্রী।’

সভাপতির বক্তব্যে ড্যাবের সভাপতি ডা. একেএম আজিজুল হকও খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে আন্দোলনে মাঠে নামার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ড্যাবের মহাসচিব ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

(ওএস/অ/নভেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test