E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার সাথে নিশার দেশাই'র বৈঠক

২০১৪ নভেম্বর ২৮ ১৯:০৮:৪৩
খালেদার সাথে নিশার দেশাই'র বৈঠক

স্টাফ রিপোর্টার, ঢাকা : দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গুলশানস্থ চেয়ারপারসনের বাসভবনে এই বৈঠক শুরু হয়েছে।

সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। এছাড়া গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য নিশা দেশাই বিসওয়ালের কাছে তুলে ধরবেন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিশা দেশাই বিসওয়াল ঢাকায় এসেছেন।

অপরদিকে ৫ টায় বিরোধী দলীয় নেত্রী রওশন আরা এরশাদের সঙ্গে বৈঠক করেছেন নিশা দেশাই বিসওয়াল।

এর আগে ২০১৩ সালে ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন নিশা দেশাই বিসওয়াল।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন।

(ওএস/অ/নভেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test