E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল করা হবে'

২০১৪ নভেম্বর ২৮ ১৯:২৩:৪৯
'ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল করা হবে'

স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার ওপর যারাই হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে কোনো মিডিয়া বন্ধ করা হবে না। সাংবাদিকতার জন্য কাউকে জেলে যেতে হবে না। আমরা ক্ষমতায় গেলে প্রথমেই সম্প্রচার নীতিমালা বাতিল করে দৃঢ় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবো।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশ আয়োজিত ‘সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।

বিচারপতিদের অভিসংশন প্রসঙ্গে মওদুদ আহমেদ বলেন, ‘বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ কোনোভাবেই রাখা যাবে না, বন্ধ করে দেওয়া হবে। সুশাসন প্রতিষ্ঠা করবো। নির্বাচন কমিশন, দুদক, পাবলিক সার্ভিস কমিশনকে নিরপেক্ষ ও স্বাধীন করে দেওয়া হবে।’
সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলেও জানান সাবেক এই মন্ত্রী।

মওদুদ বলেন, ‘যেকোনো স্বৈরাচারী সরকার গণমাধ্যম ও মানুষের সমালোচনাকে ভয় করে। তাই তাদের কণ্ঠ রোধ করে। বর্তমান সরকারও গণতন্ত্রের আবরণে স্বৈরাচারের ধারাবাহিকতা রক্ষা করছে।’

তিনি বলেন, ‘ক্ষমতার জন্য এ সংগ্রাম নয়। এ ব্যাপারে জনগণকে বোঝাতে পারলে তারা আস্থা পাবে আন্দোলনে। মানুষের মধ্যে ক্ষোভ আছে। আন্দোলনে নামলেই তা প্রকাশ পাবে।’

সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সিনিয়র সহসভাপতি এম আব্দুল্লাহ সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসার ড. এমাজ উদ্দিন আহমেদ, ড. জাফর উল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এম এ আজিজ প্রমুখ।

(ওএস/অ/নভেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test