E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুম-হত্যা বিএনপির আন্দোলনের নতুন মডেল

২০১৪ মে ০৩ ১৪:২৬:০৬
গুম-হত্যা বিএনপির আন্দোলনের নতুন মডেল

স্টাফ রিপোর্টার : গুম-হত্যা বিএনপির আন্দোলনের নতুন মডেল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নতুন করে এ ধরণের ষড়যন্ত্র শুরু করেছে।

শনিবার দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

নারায়ণগঞ্জে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার আসল হোতাদের গ্রেপ্তার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তির সহযোগী শক্তি হিসেবে বিএনপি কাজ করছে। সরকার যখনই এগিয়ে যেতে থাকে তখনেই সরকারকে দমাতে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে। নারায়ণগঞ্জের ঘটনাও এই ষড়যন্ত্রের অংশ। তবে তারা এ ধরণের ষড়যন্ত্র করে তারা এগুতে পারবে না।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

(ওএস/এটি/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test