E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়’

২০১৪ ডিসেম্বর ০২ ১৮:৩১:৫৯
‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়’

শরীয়তপুর প্রতিনিধি : আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া ও তার দল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী  নন। তিনি পাকিস্তানের প্রেতাত্মা হয়ে বাংলাদেশের অস্তিত্ব ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এদশে রাজনীতি করছেন।

দীর্ঘ প্রায় এক যুগ পরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ির সভাপতিতে সম্মেলনঅনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মী এবং স্থানীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

২০০৩ সালের ১০ মার্চ ভেদরগঞ্জ উপজেলা আয়ামীলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল। সুদীর্ঘ সাড়ে ১১ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে তৃনমূল থেকে হাজার হাজার নেতাকর্মী সম্মেলন স্থল ভেদরগঞ্জ উপজেলা রিষদচত্বওে এসে উপস্থিত হন। শত শত ব্যানার ফেস্টুনে সাজানো হয় সম্মেলন স্থল। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও সম্মেলনের উদ্বোধন হয় দুপুর একটায়। আওযামীলীগের কেন্দ্রীয় যগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ঢাকা বিভাগের দায়িত্বপাপ্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগটনিক সম্পাদক আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় নেতা একেএম এনামূল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, নাহিম রাজ্জাক এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মুন্সি সাধারণ সম্পাদক অনল কুমার দে, আওামীলীগ নেতা ইকবাল হোসেন অপু, ছাবেদুর রহমান খোকা শিকদার, আবুলফজল মাষ্টার প্রমুখ।

হানিফ আরো বলেন, খালেদা জিয়ার আমলে বংলাদেশ কে জঙ্গী রাষ্ট্রে পরিনত করেছিল। তার সময়ে বাংলাদেশ ৫ পাঁচ বার বিশ্বের সেরা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি পকিস্তানের এজেন্ট হিসেবে, পািকস্তানের অর্থায়নে দুই বার রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমানিত করতে চেয়েছিল। কিন্তু তার সে চেষ্টা বার বার বিফল হয়েছে।

(কেএনআই/এএস/ডিসেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test