E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে ছাত্রলীগ নেতার হাতের রগ কর্তন

২০১৪ ডিসেম্বর ০৪ ১৭:০০:১৩
গৌরনদীতে ছাত্রলীগ নেতার হাতের রগ কর্তন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল ভাড়াকে কেন্দ্র করে বুধবার রাতে স্থানীয় এক ছাত্রলীগ নেতার হাতের রগ কর্তন করেছে প্রতিপক্ষরা। ছাত্রলীগ নেতা রিমন খোন্দকারকে (২০) মুমুর্ষ অবস্থায় বরিশার শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, নলচিড়া ইউনিয়ন ছাত্রলীগের সহপ্রচার সম্পাদক রিমন খোন্দকার মঙ্গলবার পার্বত্য শান্তি চুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভা যাত্রায় বরিশাল যাওয়ার জন্য ৫শ টাকায় মোটরসাইকেল ভাড়া করে। কিন্তু পরে সে বরিশাল জেতে না চাইলে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিমন উপজেলার মাহিলাড়া বাজারে গেলে বুলবুল ও তার ভাই জাফর আহম্মেদ ও বেল্লাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাধারী আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে রিমনের ডান হাতের রগ কেটে যায়। স্থানীয়রা রিমনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরবর্তীতে গভীর রাতে বরিশার শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, এ ঘটনায় রিমনের বাবা মোখলেসুর রহমান খোন্দকার বাদি হয়ে তিন জনের নাম উল্লেখসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

(টিবি/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test