E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা নেই বিএনপি'র :এরশাদ

২০১৪ ডিসেম্বর ০৬ ১১:৩২:০৮
সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা নেই বিএনপি'র :এরশাদ

রংপুর প্রতিনিধি :বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলতে পারবে না বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীরর হারাটি ও চওড়ার হাটে পৃথক পথসভায় বক্তব্যে এ কথা বলেন ।

বিএনপি সম্পর্কে তিনি বলেন, সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা নেই দলটির। বিএনপি ধ্বংস হয়ে যাবে। আগামীতে আওয়ামী লীগই হবে জাতীয় পার্টির একমাত্র প্রতিদ্বন্দ্বী।

কিন্তু সেই আওয়ামী লীগের অবস্থাও ভালো নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।

তিনি বলেন, দেশ আজ দুই নেত্রীর রাজনৈতিক প্রতিহিংসার আগুনে জ্বলছে। তাদের কবল থেকে মানুষ পরিত্রাণ চায়, পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন দিতে পারে কেবল জাতীয় পার্টি।

দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। অর্থনীতি ধ্বংসের পথে। মানুষ শান্তিতে নেই। মানুষ নিরাপদ নয়। শিক্ষক খুন হচ্ছে। ছাত্রলীগের হানাহানিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আতঙ্কের চারণভূমিতে পরিণত হয়েছে।

এসব বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করে তিনি বলেন, “দেশের সর্বত্র দুঃশাসনের ঝড় বইছে। এ ঝড় প্রতিরোধ করতে না পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।”

জাতীয় পার্টির শাসনামলে মানুষ সুখে-শান্তিতে থাকে, নিরাপদ থাকে এবং দেশে উন্নয়ন হয় বলে দাবি করেন এরশাদ।

তিনি বলেন, “আগামী নির্বাচন কবে হবে জানি না। হিসাব করলে চার বছর হয়। তবে তার আগেও নির্বাচন হতে পারে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে। আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না জাতীয় পার্টি।”

আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ১৫১ আসন নিয়ে ক্ষমতায় যেতে হবে। তাই দলকে সুসংগঠিত করতে সারাদেশে দল গোছানোর কাজ চলেছে বলে জানান তিনি।

এ কাজে তিনি নেতাকর্মীদের নিবেদিত হওয়ার আহ্বান জানান।

দুই পথসভায় অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসির ও জাপা নেতা সামছুল আলম বক্তব্য দেন।

(ওএস/এসসি/ডিসেম্বর০৬,২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test