E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার শাহনূরের

২০১৪ ডিসেম্বর ০৭ ১০:৫৩:০৬
শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার শাহনূরের

বিশেষ প্রতিনিধি : প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া শাহনূর আলম ।

আজ টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
আসামের নলবাড়ি জেলার লবকুচি গ্রাম থেকে গত শুক্রবার গভীর রাতে শাহনূরকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। পরে তাঁকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে তুলে দেওয়া হয়।

গত মাসে শাহনূরের স্ত্রী সুজিনা বেগমকে আসামের গুয়াহাটি থেকে এক নাবালক ছেলেসহ গ্রেপ্তার করে পুলিশ। শাহনূর গ্রেপ্তার হওয়ার পর পরিচয় নিশ্চিত করতে স্ত্রীকে দিয়ে তাঁকে শনাক্ত করা হয়।

গতকাল শনিবার শাহনূরকে আসামের কামরূপ আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি রিমান্ডে দিয়েছেন।

নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং অভ্যুত্থানের মাধ্যমে ‘বৃহত্তর ইসলামিক বাংলাদেশ’ গড়ার ষড়যন্ত্র করছিল।

(ওএস/এসসি/ডিসেম্বর ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test