E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়ার ভুলের মাসুল দিচ্ছে বিএনপি’

২০১৪ ডিসেম্বর ০৭ ১৮:৩৯:২৭
‘খালেদা জিয়ার ভুলের মাসুল দিচ্ছে বিএনপি’

সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে অন্তবর্তকালীন সরকার গঠনের জন্য বিএনপি থেকেও প্রতিনিধি নিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া তার কথা না মেনে আন্দোলনের দোহাই দিয়ে নির্বাচন বানচালের নামে জামায়াতকে সাথে নিয়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে মানুষ হত্যায় মেতে উঠেছিলেন। ওই অবস্থার মধ্যেও দেশে নির্বাচন করে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এসেছে এবং বিরোধীদলের পদটিও হারিয়েছে বিএনপি। খালেদা জিয়ার সেই ভুলের মাসুল এখন বিএনপিকেই দিতে হচ্ছে।

রবিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনুসর আলী অডিটোরিয়ামে সাড়ে ১০ বছর পর অনুষ্ঠিত সদর থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম আরো বলেন, সম্প্রতি গুলশানে খালেদা জিয়ার গোপন বৈঠকের প্রসঙ্গ টেনে নাসিম বলেন, চুপকে চুপকে আয়োজন করা ওই বৈঠকে কোন কোন সরকারি কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সনাক্ত করে অবশ্যই তাদের চাকরীচ্যুত করা হবে। যড়যন্ত্র করে খালেদা জিয়া টিকতে পারবে না।

সদর থানা আওয়ামীলীগের সভাপতি গাজী আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. আব্দুর রহমান, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল খান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

(এসএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test