E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির গণঅনশন শুরু

২০১৪ মে ০৪ ১০:১২:৫৪
বিএনপির গণঅনশন শুরু

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থানে খুন, গুম ও অপহরণের প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহার ও মুক্তির দাবিতে গণঅনশন শুরু করেছে বিএনপি।

দেশব্যাপী জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে গণঅনশন কর্মসূচি পালনের অংশ হিসেবে রবিবার সকালে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন শুরু করেছে দলটি।

সকাল সোয়া ৯টায় জাতীয় প্রেসক্লাবে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ গণঅনশন কর্মসূচি শুরু হয়।

অনশন মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস, প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম প্রমুখ।

বিকেল ৪টায় গণঅনশনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


টানা ৭ ঘণ্টার এ কর্মসূচি শেষ হবে বিকেল ৫টায়।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test