E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ‘ল আসতো’

২০১৪ ডিসেম্বর ১০ ১৬:২৫:১২
‘৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ‘ল আসতো’

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ‘ল আসতো। ক্ষমতায় থাকতো সেনা সমর্থিত সরকার। তাহলে আজকের এই আওয়ামী লীগের সম্মেলনও হতো না। নির্বাচনে অংশগ্রহণের জন্য বেগম খালেদা জিয়াকে ডাকা হয়েছিল তিনি আসেন নি।

তিনি নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি- জামায়াত জোট হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি-ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করেছে। গণতন্ত্রকে হত্যার চেষ্টা চালিয়েছে। তিনি বিএনপির উদ্দেশে বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি নয়, আসুন দেখে যান বগুড়া শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি। আগামী ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না। সে নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো জয়লাভ করে প্রধানমন্ত্রী হবেন।

বুধবার বগুড়া শহরের জিলাস্কুল মাঠে জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজননর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবীর নানক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব.) ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, কেন্দ্রিয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, আব্দুর রহমান এমপি, আখতারুজ্জামান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, কেন্দ্রীয় নেতা এএফএম কামাল।

সম্মেলনের বক্তা ছিলেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান ও বগুড়া-৫ আসনের এমপি আলহাজ্ব হাবিবর রহমান।
অন্যান্যের মধ্যে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, পৌর আওয়ামীলীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ নেতৃবৃন্দ।

এর আগে সম্মেলন উপলক্ষ্যে জিলাস্কুল মাঠে নৌকা আকৃতি মঞ্চ নির্মাণ করা হয়। প্রায় ২০ হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদান করে। এছাড়া গোটা শহর জুড়ে ডিজিটাল ব্যানার টানিয়ে দেয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলন উপলক্ষে সকাল ৯ টা থেকে সম্মেলন মাঠে মিছিল সহকারে সমবেত হতে থাকে। সদর থানা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও তার নেতাকর্মীরা হাতির পিঠে চড়ে সম্মেলনে যোগ দেন। এছাড়া বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র, ফেস্টুন হাতে নিয়ে ও আনন্দ মিছিলসহ সম্মেলনে যোগ দেয় নেতাকর্মীরা।

(এএসবি/এএস/ডিসেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test