E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে জাতীয় পার্টি

২০১৪ ডিসেম্বর ১৫ ১৯:৪৬:৩৭
জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে জাতীয় পার্টি

বগুড়া প্রতিনিধি : বিরোধিদলীয় হুইপ, বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর এমপি বলেছেন, জাতীয় পার্টি জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। গ্রামগঞ্জের সাধারণ মানুষের উন্নয়ন হলেই সমগ্র দেশের উন্নয়ন।

সোমবার বিকেলে বগুড়া সদরের জয় বাংলাহাটে রাজাপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ ক্ষমতায় থাকাকালীন গ্রামের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। তাই তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে। সুখী সমৃদ্ধ দেশ গঠণে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নাই। দেশের সার্বিক উন্নয়নে জাতীয় পার্টিকে এককভাবে ক্ষমতায় নিয়ে যেতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার আহবান জানান।

ইউনিয়ন জাপা সভাপতি ইলিয়াছ আহমেদ নাজমুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল আলম, জেলা জাপানেতা লিয়াকত আলী সরকার, লুৎফর রহমান সরকার স্বপন, গোলাম রব্বানী রতন, আব্দুল্লাহ আল মামুন, আজিজ আহমেদ রুবেল, সাহিদুল ইসলাম, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহীদ, এনামুল হক বাবু বিশ্বাস, এমরান রহমান মিঠু, জাহিদুর রহমান, মাকছুদ আলম, শরিফুল ইসলাম বাবু, আব্দুল মান্নান তোফাজ্জল প্রমুখ।

শেষে ইলিয়াছ আহমেদ নাজমুকে সভাপতি, আরিফুল ইসলাম কাজলকে সাধারণ সম্পাদক ও রাঙ্গা মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে রাজাপুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

(এএসবি/এটিআর/ডিসেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test