E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশ পরিচালনা করতে সরকার ব্যর্থ’

২০১৪ ডিসেম্বর ১৮ ১৭:৪৩:৫২
‘দেশ পরিচালনা করতে সরকার ব্যর্থ’

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশ পরিচালনা করতে সরকার ব্যর্থ হয়েছে। দেশ একটি কঠিন সময় পার করছে। দেশের আইন-শৃঙ্খলাসহ সার্বিক অবস্থা খারাপ। মধ্যপ্রাচ্যে কোনো লোক যাচ্ছে না। তাই কোনো বিনিয়োগ হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নব্বইয়ের ডাকসু ও ছাত্রঐক্যের কনভেনশনে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশের অবস্থা হওয়ার প্রধান কারণ হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, খুন ও গুম।

এছাড়া শেখ হাসিনার কথার জন্যও দেশের অবস্থা খারাপ হচ্ছে জানিয়ে খালেদা জিয়া বলেন, ছাত্রলীগ, যুবলীগের পাশাপাশি আপনার জিহ্বা সামলান। তাছাড়া দেশে কোনো বিনিয়োগ হবে না।’

জিয়াউর রহমানের নীতি, আদর্শ অনুস্মরণ করাও আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন।

দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ উল্লেখ করে খালেদা বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, ‘ব্যাংক দেওলিয়া হয়ে গেছে’। দেওলিয়া হওয়ার কারণ আওয়ামী লীগ অর্থ নিয়ে গেছে। অযোগ্য, অদক্ষদের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে বলে এমন হয়েছে। ফলে দেশের অর্থনীতি খুবই খারাপ জায়গায় গেছে।

(ওএস/এএস/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test