E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুর অভিমুখে ইসলামী আন্দোলনের রোডমার্চের গাড়িবহর

২০১৪ ডিসেম্বর ২৩ ১২:৩২:৫৫
রংপুর অভিমুখে ইসলামী আন্দোলনের রোডমার্চের গাড়িবহর

স্টাফ রিপোর্টার : লতিফ সিদ্দিকীসহ ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাসের দাবিতে রংপুরের উদ্দেশে ইসলামী আন্দোলনের রোডমার্চের গাড়িবহর যাত্রা শুরু করেছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রায় ৩০০ মাইক্রোবাস ও পিকআপভ্যান নিয়ে রোডমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।

এর আগে সকাল ৮টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ও রোডমার্চ যাত্রার উদ্বোধন করেন দলটির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এ সময় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন, প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, সহকারী প্রচার সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রোডমার্চের গাড়িবহরটি উত্তরা পার হচ্ছে। পথে আব্দুল্লাহপুর, আশুলিয়া, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইলের এলেঙ্গা ও সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বগুড়ায় রাতযাপন শেষে পরদিন বুধবার রংপুরের উদ্দেশে রওনা দেবে রোডমার্চের গাড়িবহর। পথে পীরগঞ্জ ও মিঠাপুকুরে পথসভা এবং বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test