E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি গণধোলাইয়ের শিকার হবে : হাছান মাহমুদ

২০১৪ ডিসেম্বর ২৫ ১২:৩২:০৬
বিএনপি গণধোলাইয়ের শিকার হবে : হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার : বিএনপি যদি আবার ২০১৩ সালের মতো পেট্রোল বোমা মেরে হত্যাকাণ্ড চালায় তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তির জনগণ তাদের গণধোলাই দিয়ে বিদায় করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঠিকানা ৭১ বাংলাদেশ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন নেতাদের আপত্তিকর বক্তব্য ও ধ্বংসাত্বক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, গতকাল মুক্তিযোদ্ধা ছবি বিশ্বাসের ওপর হামলায় প্রমাণ করে যে বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি নয়। তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে আইন ও আদালতকে অবমাননা করছে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া আদালতে হাজিরা না দিয়ে রেকর্ড করেছেন। বিএনপির নেতা-কর্মীরা বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কথা সত্য নয়। এই মিথ্যা তথ্য দিয়ে বিএনপির নেতা-কর্মীরা জাতিকে বিভ্রান্তি করছে।

হাছান মাহমুদ বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া বিএনপি জাতিকে কিছুই দিতে পারেনি।

সংঘঠনের সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শ্রী মনো রঞ্জন ঘোষাল, প্রফেসর কিয়ামত আলী প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test