E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীবাজারে সংঘর্ষ

ছাত্রদলের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০১৪ ডিসেম্বর ২৫ ১২:৪৭:১৯
ছাত্রদলের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার এলাকায় বুধবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। চকবাজার ও শাহবাগ থানায় বুধবার রাতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

মামলা দুটিতে পুলিশের কাজে বাধা প্রদান, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সংসদ সদস্য ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

চকবাজার থানার ওসি তদন্ত ও মামলার তদন্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, বকশীবাজার এলাকায় বুধবারের সহিংসতার ঘটনায় ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও হাবিবুর রশীদ হাবীবসহ ৭৬ জনের নাম উল্লেখ করে একটা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ৩৪-৩৫ জনকে আসামী করা হয়েছে। চকবাজার ও লালবাগ থানা ছাত্রদল ও যুবদলের শীর্ষ পর্যায়ের বেশকিছু নেতাকে এই মামলার আসামী করা হয়েছে।

তিনি আরও জানান, সহিংসতার সময় আটক ৬ জনের মধ্যে ৫ জনকে আসামী করা হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সহিংসতা ও সংসদ সদস্য ছবি বিশ্বাসের উপর হামলা ও তার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় বুধবার রাতে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানার পরিদর্শক সাহেব আলী বাদী হয়ে ছাত্রদল ও যুবদলের ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাবিল হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে সংসদ সদস্য ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টাসহ পুলিশের কাজে বাধা প্রদান, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test