E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বকশীবাজারের সংঘর্ষ পরিকল্পিত’

২০১৪ ডিসেম্বর ২৫ ১৪:২৩:১৬
‘বকশীবাজারের সংঘর্ষ পরিকল্পিত’

স্টাফ রিপোর্টার : ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। কর্তৃপক্ষের কাছে ১০দিন আগে আবেদন করে ওইদিন বিকেল ৩ টায় সমাবেশ করার অনুমতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ এবং এক সংসদ সদস্যের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই বিএনপি ও ছাত্রদলের ‘সন্ত্রাসী বাহিনী’ এ হামলার ঘটনা ঘটিয়েছে।

সারাদেশ থেকে ১০/১৫ হাজার ক্যাডার এনে বিএনপি এ হামলা চালায় অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা (বিএনপি) এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।

৫ জানুয়ারি একই স্থানে বিএনপির কর্মসূচি সম্পর্কে হানিফ বলেন, অন্য দল কি কর্মসূচি দিয়েছে তা আমাদের জানার বিষয় না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি, সন্ত্রাসী তৎপরতা, জনগণের জান-মাল নষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা।

মাহবুব উল আলম হানিফ বলেন, আদালত একটি পবিত্র জায়গা। এই পবিত্রতা সবারই রক্ষা করা উচিত। কিন্তু দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনায় দোষী হওয়‍া থেকে নিজেকে রক্ষা করতে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বিএনপি।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চাল‍ানো হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগেও একই উদ্দেশে হামলা হয়েছে বলেও জানান হানিফ।

(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test