E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে সমাবেশ হবেই : মির্জা ফখরুল

২০১৪ ডিসেম্বর ২৬ ১৩:১০:২০
গাজীপুরে সমাবেশ হবেই : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার : গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশ হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে দেশের সংকট উত্তরণে কাজ করতে চাই। যে ভয়াবহ পরিস্থিত সৃষ্টি হচ্ছে সেখান থেকে সরে এসে প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করবেন। নয়ত জনগণ পরিস্থিত ভয়াবহতার দিকে নিয়ে যাবে। আমরা যাব। সমাবেশ হবেই। আগেই বলেছি সমাবেশ হবে।’

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

শ্যালা নদীতে ট্যাংকারডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন তুলে ধরতেই বিএনপি এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি উদারপন্থী রাজনীতি করে। গণতান্ত্রিক পথগুলো বন্ধ করে যদি সংকট সৃষ্টি হয়, পরিস্থিতি ভয়াবহ হবে। দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না।’

গাজীপুরে পুনর্নির্ধারিত জনসভা করার দৃঢ়প্রত্যয় জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলের শান্তিপূর্ণ অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গত দুই দিন ধরে ছাত্রলীগ জনসভার স্থান দখল করে আছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

তিনি বলেন, ‘গাজীপুরের জনসভাকে কেন্দ্র করে পুলিশ স্থানীয় নেতাকর্মীদের বাসায় গ্রেফতার অভিযান এবং ছাত্রলীগ হামলা চালাচ্ছে।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সুন্দরবনে তেল ট্যাংকারডুবির ঘটনায় বিএনপির তদন্ত প্রতিবেদন তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম মিয়া, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test