E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গোপালগঞ্জ জেলা বিএনপি অফিসের সাইন বোর্ড ভাংচুর

২০১৪ ডিসেম্বর ৩০ ১৭:৩২:১৫
গোপালগঞ্জ জেলা বিএনপি অফিসের সাইন বোর্ড ভাংচুর

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে জেলা বিএনপির একাংশের কার্যালয়ের সাইনবোর্ড ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় অফিসের দেয়ালে আঁকা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মুছে ফেলা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে জেলা বিএনপির একাংশের কার্যালয়ে (সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু গ্রুপের)গিয়ে ভাংচুর চালায়। এ সময় তারা জেলা বিএনপি অফিসের সাইনবোর্ড, ব্যানার ও পোষ্টার ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের দেয়ালে আঁকা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মুছে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দেয়।

জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ বলেছেন, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেছে তাদের ছবি ও রাজনীতি গোপালগঞ্জের মাটিতে থাকা উচিত নয়। আর যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা ভালই করেছেন। এ ঘটনায় তাদের সহযোগিতা করা উচিত। আমি শুনেছি ঘটনাটি সাধারণ শিক্ষার্থীরা ঘটিয়েছে।

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম,মুনসুর আলী জানিয়েছেন, দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে স্ব-অবস্থানে থেকে রাজনীতি করে আসছি। হঠাৎ আমাদের অফিসে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। এটা সুষ্ঠু ধারার কোন রাজনীতি নয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ছাত্রলীগের কিছু নেতা-কর্মি এ ঘটনা ঘটিয়েছে। তবে, কেউ থানায় অভিযোগ করেনি। এ ঘটনার পর ওই অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এমএইচএম/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test